‘কোবাস-৮০৮০’ এবার ব্য়বহার হবে এইচআইভি টেস্টেও

কোভিড আবহে দ্রুত বেশি সংখ্যায় রোগ ধরার জন্য ‘কোবাস-৮০৮০’ নামে মহার্ঘ একটি যন্ত্র বসানো হয়েছিল নাইসেড-এ। শুধু কলকাতাই নয়, কলকাতার পাশাপাশি এই যন্ত্রটি বসানো হয় মুম্বই ও নয়ডাতেও। এই তিনটি মেশিনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র বলছে, ৪০ মিনিটে রেজাল্ট জানাতে এবং দিনে ৪ হাজার নমুনা পরীক্ষায় সক্ষম মেশিনটি। কিন্তু করোনার তবে কোভিডের দাপট এখন আর নেই। ফলে অত্যন্ত মূল্যবান এই যন্ত্র পড়ে রয়েছে অনাদরে এবং অবহেলায়। পড়ে থেকে থেকে বিকল হওয়ার উপক্রম এই মহার্ঘ মেশিন। ফলে এই মেশিনকে সক্রিয় রাখতে এবার বড় সংখ্যায় এইচআইভি টেস্টের সিদ্ধান্ত নিয়েছেন নাইসেড কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে নাইসেড-এর অধিকর্তা শান্তা দত্ত জানান, ‘কোবাসের এখন কোনও কাজ নেই বলেই ন্যাকোর অর্থাৎ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন সঙ্গে কথা বলে আমরা ওই মেশিনে এইচআইভি পরীক্ষা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি। দিন কয়েক আগে ন্যাকোর প্রতিনিধিরা কলকাতায় এসে মেশিনটি দেখেও গিয়েছেন।’ পাশাপাশি নাইসেডের অধিকর্তা এও জানিয়েছেন, যন্ত্রটি মূলত পলিমারেজ় চেন রিয়্যাকশন বা পিসিআর করতে পারদর্শী। ফলে এই পদ্ধতিই এবার অবলম্বন করা হবে এইচআইভি টেস্ট করতে। আর এই টেস্ট হবে মূলত কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্বাঞ্চলের অন্যান্য যে সব জায়াগা থেকে নমুনা আসবে তা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =