আবারও পুলিশের বিরুদ্ধে মিছিল না করতে দেওয়ার অভিযোগ। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজনৈতিক দল কংগ্রেস। আদালত সূত্রে খবর,
বর্ধমানের যুব কংগ্রেস পুলিশের কাছে মিছিল করার জন্য অনুমতি চেয়েছিল। কিন্তু জেলা পুলিশ সেই অনুমতি দেয়নি বলেই অভিযোগ। এরপরই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিকে পুলিশের তরফ থেকে কংগ্রেসকে মিছিল করতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়,বর্ধমান স্টেশন চত্বর অত্যন্ত জনবহুল এলাকা। রাজনৈতিক মিছিলের কারণে সাধারণ মানুষ বিপত্তির সম্মুখীন হতে পারেন এই কারণেই তাঁরা কোনও অনুমতি দিতে চাইছে না যুব কংগ্রেসকে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অবশ্য পুলিশের যুক্তির সঙ্গে একমত হননি। তাঁর পর্যবেক্ষণ, জনবহুল এলাকায় না হলে মিছিলের জন্য বিকল্প পথ খোঁজা যেতেই পারে। এই প্রেক্ষিতে বিচারপতি কার্জন গেট যাওয়ার জন্য বর্ধমান স্টেশনের পরিবর্তে বিকল্প রাস্তা নির্বাচন করার জন্য সময় দিয়েছেন। আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।
বিরোধী দলগুলি প্রায় সময়ই অভিযোগ তোলে যে, শাসক দলের কর্মসূচি ছাড়া বাকি সব কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। কোনও রকম মিছিল, মিটিং করতে চাইলেই অনুমতি দেওয়া হয় না। বিজেপি বেশিরভাগ সময়ই যে কোনও কর্মসূচি করতে চাইলে আদালতের দ্বারস্থ হয়। কংগ্রেসকেও সেই পন্থা নিতে হল।
ইদানিং কলকাতা হাইকোর্ট রাজ্যের আপত্তি উড়িয়ে বিজেপিকে বহুবার মিছিল বা অন্যান্য কর্মসূচির অনুমতি দিয়েছে। যদিও তাতে একাধিক শর্ত ছিল। এবার কংগ্রেসও শর্তসাপেক্ষে অনুমতি পায় কিনা এখন সেটাই দেখার।