মালদহে সেচ মন্ত্রীর বুথে জয় কংগ্রেসের

মালদায় খোদ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথে ৭৩ ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারলেন তৃণমূল প্রার্থী। মালদহের কালিয়াচক-১ ব্লকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় বুথে জয় পেলেন কংগ্রেসের মহম্মদ মেহতাব শেখ। কালিয়াচক-১ ব্লকের কালিয়াচক-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর বুথে তৃণমূলের প্রার্থীর থেকে ৭৩ ভোট বেশি পেলেন কংগ্রেস প্রার্থী। এই বুথের ভোটার রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

স্বভাবতই মন্ত্রীর বুথে এই জয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে কংগ্রেস৷ কারণ খোদ মন্ত্রীর নিজের বুথে এই জয় আসলে শাসক দলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করছেন কংগ্রেসের নেতা, কর্মীরা। একদা নিজেদের শক্ত ঘাঁটি মালদাতে এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভাল ফলের ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস। বিকেল পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের একশোর বেশি আসনে জয়লাভ করেছে তারা৷ যদিও মালদহতেও আসন জয়ের নিরিখে তৃণমূল এবং বিজেপি-র পরেই রয়েছে কংগ্রেস। তবে মুর্শিদাবাদ, মালদারর মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ফলাফল শাসকদলের চিন্তা অনেকটাই বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =