চার হাসপাতাল ঘুরেও ভর্তি করা গেল না পথদুর্ঘটনায় আহত মহিলাকে

চার-চারটি সরকারি হাসপাতালে ঘুরেও ভর্তি করানো সম্ভব হল না পথ দুর্ঘটনায় আহত বছর পঁয়তাল্লিশের উমা দত্তকে। ওই মহিলার পরিবারের সদস্য়দের অভিযোগ, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, কামারহাটি সাগর দত্ত হাসপাতাল, আরজি কর এবং এসএসকেএম তাঁকে নিয়ে যাওয়া হলেও ভর্তি করাতে পারেননি তাঁরা। এই চার হাসপাতালের তরফ থেকে কোথাও শোনানো হয়েছে পরিকাঠামোর সমস্যা, তো কোথাও চিকিৎসকের অনুপস্থিতি, কোথাও আবার বেডের অভাব। ফলে অসহায় রোগীকে নিয়ে এসএসকেএম চত্বরেই রাত কাটাতে হয় অ্যাম্বুল্যান্সের ভিতরে। প্রায় ২০ ঘণ্টা ধরে চলা এই হয়রানির পরে শেষ পর্যন্ত এসএসকেএম কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়ে ভর্তি করেন ওই মহিলাকে। সূত্রে খবর, সোমবার বিকেলে একটি ম্যাটাডোরের ধাক্কায় কোমর ও পা ভাঙে মানসিক ও শারীরিক ভাবে প্রতিবন্ধকতার শিকার উমা। পরিবারের লোকজন প্রথমে তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পরিকাঠামোর অভাব দেখিয়ে উমাকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ। সাগর দত্ত হাসপাতালেও একই কারণে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর আরজি করে গেলে সেখান থেকে বলা হয়, অর্থোপেডিক বিভাগ অস্ত্রোপচার করতে রাজি থাকলেও এই অপারেশনে প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন থাকায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি হয় আরজি করে। কারণ, সেই মুহূর্তে কোনও প্লাস্টিক সার্জেন হাসপাতালে নেই। আর সেই কারণেই উমাদেবীকে আরজি করে ভর্তি করা সম্ভব হয়নি। এরপর উমাদেবীর পরিবারের তরফ থেকে এ অভিযোগও ওঠে যে, তাঁরা ‘স্বেচ্ছায় এসএসকেএম যাচ্ছেন বলে লিখতে হয় আরজি করে’। কিন্তু এসএসকেএমের ট্রমাকেয়ার সেন্টারে গিয়েও তাঁদের শুনতে হয়, বেড খালি নেই। উপায় না পেয়ে রাতভর এসএসকেএম চত্বরে অ্যাম্বুল্যান্সের মধ্যে রাত কাটিয়ে মঙ্গলবার সকালে অর্থোপেডিক আউটডোরে দেখানো হয় উমাকে। চিকিৎসক অপারেশনের জন্য ভর্তির কথা লিখে দেন প্রেসক্রিপশনে। কিন্তু অ্যানাস্থেশিয়া চেক-আপ সম্ভব না হওয়ায় ফের ভর্তি আটকে যায় বলে অভিযোগ। এরপরেই ঘটনাটি জানাজানি হতে নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। নিউ ইমার্জেন্সি অর্থোপেডিক ফিমেল ওয়ার্ডে অবশেষে এদিন বিকেলে ভর্তি হন জখম মহিলা। এদিকে এই ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, ঘটনার কথা খোঁজ নিয়ে দেখবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =