মুর্শিদাবাদ প্রসঙ্গ থেকে শুরু করে জাল ওষুধ, শনিবার ১২ দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নবান্নে। নবান্ন সূত্রে খবর,প্রশাসনিক কাজকর্মের বিষয়ে খোঁজখবর নিতে এবং বিশদে আলোচনা করতে এই রিভিউ বৈঠক। বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। শনিবার বিভিন্ন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, দফতরের সচিবদের নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
বৈঠকে থাকলেন স্বরাষ্ট্র দফতর, স্বাস্থ্য দফতরের মতো দফতরগুলি নিয়ে শনিবার রিভিউ বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব। থাকছে বিপর্যয় মোকাবিলা দফতর, বিদ্যুৎ দফতর, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর, স্বরাষ্ট্র দফতর, সেচ, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, স্বাস্থ্য, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, এবং নগর উন্নয়ন দফতর নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যসচিব। ১২টি দফতরের মাধ্যমে যে প্রকল্পগুলি পরিচালিত হয় সেই কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক ও রিপোর্ট নেবেন মুখ্য সচিব। জানা গিয়েছে, আলোচনায় উঠতে পারে মুর্শিদাবাদ প্রসঙ্গ। আলোচনা হতে চলেছে জাল ওষুধ নিয়েও।
এরপর শনিবার দুপুর দু’টো থেকে নবান্নে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর।