বড় মেয়ের কয়েক বছর আগে বিয়ে হলেও কোনও সন্তান না হওয়ায় শ্বশুরবাড়িতে খোঁটা দেওয়া হত। এই কারণে মেয়েকে ‘উপহার’ দিতে চেয়েছিলেন মেয়ের বাবা-মা। তার জন্য কলকাতার ফুটপাথ থেকে শিশু চুরি করিয়েছিলেন এক মহিলাকে দিয়ে! এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ওই দম্পতিকে। উদ্ধার করা হয় শিশুটিকেও।
এদিকে সূত্রে খবর, পার্ক স্ট্রিট থানা এলাকায় থাকতেন দুই সন্তানের মা। ভিক্ষা করে খেতেন। তাঁর ছেলের বয়স ছিল ৯ মাস। কয়েকদিন আগে ওই মহিলার সঙ্গে আলাপ করেছিলেন পারভিন বিবি নামে এক মহিলা। অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব পাতিয়ে সুযোগ বুঝে তাঁর ৯ মাসের ছেলেকে নিয়ে পালিয়ে যান তিনি। তারপর ওই মহিলা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তল্লাশি অভিযান শুরু করলে ট্যাংরা এলাকা থেকে ধরা পড়েন পারভিন।
পুলিশি জেরায় পারভিন জানায়, ট্যাংরা এলাকাতেই এক দালালের সঙ্গে চুক্তি হয়েছিল তাঁর। একটি শিশুকে বিক্রি করার ছক ছিল দম্পতিকে। তার জন্যই ওই ৯ মাসের শিশুকে অপহরণ করেছিলেন তিনি। রাজেশ সিং এবং বিউটি সিং নামের ওই দম্পতি তাঁকে শিশু পাওয়ার পর টাকা দেবেন বলে ঠিক হয়েছিল। পারভিনই পুলিশকে নিয়ে ওই দম্পতির বাড়িতে যান। এরপর তাঁদেরও গ্রেফতার করে পুলিশ।
দম্পতি আদৌ সত্যি কথা বলছেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের। তাঁরা ‘মেয়েকে নাতি উপহার’ দেওয়ার বিষয়টি খুব একটা গ্রাহ্য করেনি। বরং, এটি কোনও শিশু পাচার চক্রের ঘটনা কিনা, তা জানতে তৎপর তদন্তকারীরা। এই মুহূর্তে লাগাতার জেরা করা হচ্ছে ধৃত ওই দম্পতিকে। তাঁদের মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।