পূর্ব যাদবপুরের এক অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ। ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। সুইসাইড নোট পাওয়া গেলেও ঘটনাটি আত্মহত্যা না খুন, তা নিশ্চিত হতে ঘটনা আরও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় তদন্তকারী আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৩)। তাঁরা মুকুন্দপুরে ছেলে ও বৌমার সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। দম্পতির ছেলে-বৌমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না বলে জানাচ্ছেন তাঁদের মেয়ে। প্রতিবেশীরাও জানিয়েছেন একই কথা। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবারও তাঁদের সঙ্গে ছেলে-বৌমার সকালের দিকে ঝগড়াও হয় বলে খবর মিলেছে। পরে তাঁরা অফিসে বেরিয়ে যান। সকালের পর থেকে একাই বাড়িতে ছিলেন ওই দম্পতি।
সন্ধের দিকে সাড়া-শব্দ পাওয়া না গেলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে দুজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ডাইনিং হলের ফ্ল্যানে ঝুলছিলেন দুলাল পাল ও বেডরুমে ফ্যান থেকে ঝুলছিলেন রেখা পাল।
মৃত দম্পতির মেয়ের অভিযোগ, দাদা ও বউদি তাঁর বাবা-মায়ের ওপর অত্যাচার চালাতেন। হয় তাঁরাই খুন করেছেন অথবা আত্মহত্যা করতে বাধ্য করেছেন। পুলিশ সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখছে। সেখান থেকে মৃত্যুর কারণ জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে।