স্যালাইন কাণ্ডে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি আদালতের

স্যালাইন কাণ্ড ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি থেকে সমাজের সর্বস্তরে। এবার এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।

ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরোজ এডুলজি ও আইনজীবী কৌস্তব বাগচী। আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন  সিট গঠন করে তদন্ত হোক। একইসঙ্গে এই ঘটনাতে সিবিআই তদন্তেরও আর্জি জানান তিনি। এরই পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেওয়ারও আবেদন জানান। পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলিতে স্যালাইন সংক্রান্ত বিষয়ে নজরদারি করে রিপোর্ট দেওয়ার কথাও বলেন তিনি। এর ওপর কি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হল তার রিপোর্টও চান তিনি। সঙ্গে দাবি,অবিলম্বে স্বাস্থ্য সচিবের দায়িত্ব থেকে স্থানান্তরের আবেদন।

এরই পাশাপাশি আইনজীবী কৌস্তুভ বাগচীরও আবেদন, এই ঘটনায় হোক সিবিআই তদন্ত। সঙ্গে এও বলেন, অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে। যার মধ্যে দিয়ে প্রচুর আর্থিক লেনদেন হয়। তার তদন্ত করুক ইডি।  পাশাপাশি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার এই ঘটনার তদন্তও চান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + fourteen =