তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর-এর নির্দেশ আদালতের

নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে ও নির্দেশ দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি। দুর্নীতির অভিযোগ ওঠার পরও তাঁকে শিক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে কেন রাখা হল, সেই প্রশ্ন তুলেই মামলা হয় হাইকোর্টে। এরপরই বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, ৫ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে।

হাওড়ার শিবপুর স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারি তথা তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম আগেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে চাকরি গেলেও তাকে স্কুলে বহাল রাখা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও এসেছে। এরপরও এই অভিযুক্তকেই জেলা শিক্ষা দফতরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সোমা রায় এই অভিযোগ তুলে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলায় আগেই তিন সদস্যের কমিটি গড়ে দেন বিচারপতি। ওই কমিটি গোটা রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে, তা নিয়ে তদন্ত করে। সেখানেই সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এদিন মামলা শুরু করার পর ওই শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানান, ডিআই-কে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করতে পাঠিয়েছেন। এরপরেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। এরপরই হাওড়া সদর থানাকে বিচারপতির নির্দেশ দেন, পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =