সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙানো মামলায় এবার সিবিআইকে মামলায় সংযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফিক্সড ডিপোজিট থেকে টাকা তুলতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আবেদন করেন কলকাতা হাইকোর্টে। বিচারপতিশুভেন্দুসামন্তসিবিআইকেওইমামলায়পার্টিহিসাবেযুক্তকরতেনির্দেশদেন।একইসঙ্গেসিবিআইয়েরকাছেবিচারপতিরিপোর্টতলবকরেছেনসন্দীপঘোষেরকোনঅ্যাকাউন্টসিজকরেছেসিবিআইতাজানিয়েরিপোর্টদিতেহবেআগামী৩০অক্টোবর।ওইদিনমামলারপরবর্তীশুনানি।
এদিকে সূত্রে খবর, আর্থিকসঙ্কটচলছেসন্দীপের।আইনজীবীরটাকাদিতেহিমশিমঅবস্থা।ব্যাঙ্কেনিজেরফিক্সডডিপোজিটভাঙাতেচেয়েকলকাতাহাইকোর্টেরদ্বারস্থহয়েছিলেনআরজিকরমেডিক্যালকলেজেরপ্রাক্তনঅধ্যক্ষসন্দীপঘোষ।ব্যাঙ্কথেকে২০লক্ষটাকাতুলতেচেয়েএকাধিকস্থায়ীআমানতভাঙাতেহাইকোর্টেমামলাদায়েরকরেছিলেনতিনি।আরজিকরহাসপাতালেরপ্রাক্তনঅধ্যক্ষতিনি।তারউপরেচিকিৎসক৷কিন্তুজেলবন্দিহয়েকার্যতটানাটানিরঅবস্থাসন্দীপঘোষের৷পরিস্থিতিএমনইযেআইনজীবীরপারিশ্রমিকওদিতেহিমশিমখাচ্ছেসন্দীপঘোষেরপরিবার৷শেষপর্যন্তব্যাঙ্কেজমাথাকাফিক্সডডিপোজিটভাঙিয়েপরিস্থিতিসামালদিতেচানসন্দীপঘোষ৷তারজন্যকলকাতাহাইকোর্টেমামলাকরেনআরজিকরহাসপাতালেরপ্রাক্তনঅধ্যক্ষ৷
সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানিয়েছেন, সন্দীপ ঘোষকে সিবিআই আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল। ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান।কারণ, পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন। এদিকে ২০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট থাকলেও তা ভাঙানো সম্ভব হচ্ছে না৷ স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট। ব্যাঙ্ক বলেছে সন্দীপ ঘোষের স্বাক্ষর দরকার। কিন্তু, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সহযোগিতা করছে না। ব্যাঙ্কের আইনজীবী দেবাশিস সাহা জানান, সম্প্রতি সিবিআই সন্দীপ ঘোষের একটি লকার সিজ করেছে বলে ব্যাঙ্কের কাছে খবর এসেছে। কিন্তু সিবিআইকে এই মামলায় পার্টি করা হয়নি। এই প্রসঙ্গে আইনজীবী বিশ্বরুপ ভট্টাচার্য জানান, মুলঅ্যাকাউন্টসিজকরাহয়নি।একটিলকারসিজকরেছেসিবিআই।এবারসেইমামলাতেইসিবিআইয়েররিপোর্টচাইলকলকাতাহাইকোর্ট।