২৬ এপ্রিল ব্রিগেড সভার অনুমতি নয়। ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আপাতত ব্রিগেডে সভার ক্ষেত্রে মুসলিম ল বোর্ড কে ফেরাল হাইকোর্ট। কারণ , এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে কোনও সংগঠনেরই আগামী ৭ দিন প্রতিবাদের নামে সভা সমিতি কিছু করা উচিত নয়।’ বৃহস্পতিবার এজলাসে রাজ্যের এজি ও কেন্দ্রের এএসজি-র উপস্থিতিতেই এমনটাই জানান বিচারপতি।
সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি চলছে। বিরোধিতায় পথে নেমেছে মুসলিম সম্প্রদায়ের একাংশ। প্রতিবাদের আঁচ এসে পড়েছে বাংলাতেও। দিন কয়েক ধরে ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে।
এরই মধ্যে ব্রিগেডে সভা করার কথা সামনে আনে মুসলিম ল’ বোর্ড। মুসলিম ল’ বোর্ডের তরফে এই সমাবেশ আয়োজন করা হবে বলেও জানানো হয়। ফুরফুরা পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, ‘মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে। কিন্তু সেই অনুমতি এবার দিল না খোদ কলকাতা হাইকোর্টই। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই তাৎপর্যপূর্ণ নির্দেশ।