গণনা পর্বে ভোট লুট ঠেকানোর আর্জি নিয়ে কমিশনে সিপিআইএম-এর প্রতিনিধি দল

গণনার পর্বে ভোট লুট ঠেকাতে সক্রিয় থাকতে হবে নির্বাচন কমিশনকে। গণনা ৪ জুন। তার আগের দিন, সোমবার, কমিশনের সিইও’র দপ্তরে যাচ্ছে সিপিআই(এম)’র প্রতিনিধিদল। পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে থাকবেন প্রার্থীরা। ভুয়ো কাউন্টিং অফিসিয়ালরা থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। সঠিক পদ্ধতিতে গণনার দাবি জানাতেই মূলত এদিন নির্বাচন কমিশনে যাচ্ছেন সেলিমরা। কোনও গণনাকেন্দ্রে এজেন্ট ঢুকতে না পারলে প্রতিরোধ হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন সেলিম। সঙ্গে এও জানান, গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের জমায়েত থাকবে।এরই রেশ টেনে মহম্মদ সেলিম এও বলেন, ‘যেমন ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট ধরেছিলাম, এবার গণনায় ভুয়ো কর্মী না থাকে তার জন্যই কমিশনে যাওয়া। সবটা মনিটর করতে হবে।’

এর পাশাপাশি সেলিম এও জানান, পঞ্চায়েতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছেন রাজ্যবাসী। ভোটের সময় তো বটেই, গণনা কেন্দ্রেও হয়েছে রায় লুট। এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এও বলেন, ‘ষষ্ঠ এবং সপ্তম দফার অভিজ্ঞতা এ রাজ্যে কন্দ্রীয় নির্বাচন কমিশনকে রাজ্যের নির্বাচন কমিশনের তুলনীয় করে তুলেছে। পঞ্চায়েতের মতো করে হচ্ছে লোকসভা ভোট। আর কমিশনের সঙ্গে চোখ বুজে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি-তৃণমূল সেটিং একেবারে স্পষ্ট।’

সূত্রে খবর, সোমবার সিইও’র সঙ্গে বৈঠকে নির্বাচন পর্যায়ের অভিজ্ঞতা সংক্ষেপে তুলবে সিপিআই(এম)। এবার গণনার দিন কাউন্টিং এজেন্টদের জন্য সঠিক ব্যবস্থা থেকে প্রক্রিয়া যাতে নিয়ম মেনে হয়, তার জন্যও সরব হবে প্রতিনিধিদল। সপ্তম দফায় সিপিআই(এম)’র অন্তত ৩২ কর্মী আহত হয়েছেন। তার মদ্যে মহিলা এবং বৃদ্ধরাও রয়েছেন।

এদিকে ষষ্ঠ ও সপ্তম দফার ভোটে কমিশনের নীরবতায় তীব্র ক্ষোভ জানিয়েছে সিপিআই(এম)। রবিবার সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘এ রাজ্যে গণতন্ত্রের ওপর হামলা সারা নিত্য সত্যের মতো হয়ে যাচ্ছে। ভোট দেওয়ার আগে হামলা করা, ভোটের দিন বাধা দেওয়া তো আছেই। এমনকি ভোট মিটে গেলেও কাউকে পোলিং এজেন্ট হওয়ার জন্য, কাউকে ভোট দিতে যাওয়ার জন্য আক্রমণ হবে। তা ছাড়া ছাপ্পা তো আছেই। এবার কাউন্টিং এজেন্ট না হওয়ার জন্য হুমকি চলছে। চূড়ান্ত গণতন্ত্র বিরোধী কার্যকলাপ চলছে রাজ্যে।’ এদিকে রবিবারই রানাঘাটে মাটিকুমড়া এলাকায় সিপিআই(এম) কর্মী অপূর্ব মজুমদারকে আক্রমণ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী। তাঁকে রানাঘাট আনুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়েছেন রানাঘাটে সিপিআই(এম) প্রার্থী অলকেশ দাশ সহ পার্টি নেতৃবৃন্দ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =