সন্দেশখালিতে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চলেছে সিপিআইএম। সূত্রে খবর, আগামী ১১ মার্চ সোমবার দুপুর আড়াইটেয় সন্দেশখালি থানার সামনে সভা করতে চলেছে সিপিআইএম। বামেদের ওই সভায় মূল বক্তা হিসাবে থাকবেন, দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার, মৃণাল চক্রবর্তী। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের কাছে থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএম নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বসিরহাট এস পি বলেছেন যে আপনারা করুন। থানাকেও জানানো হয়েছে বলে দাবি সিপিআইএমের।
সিপিআইএমের দাবি, বিজেপি সন্দেশখালিতে মেরুকরণ করে আন্দোলন দুর্বল করতে চায়। বাম নেতারা বলছেন, আমাদের বক্তব্য পরিষ্কার, সন্দেশখালি ঐক্যবদ্ধ থাকুক। আমরা সেখানে কোনও রাজনীতি করতে চাই না। ভোটে সংগঠনগত ভাবে যা করার করব। কিন্তু ওখানে মানুষ যে আন্দোলন করছে, যে বাস্তব ঘটনা ঘটেছে, তা বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই এই লাগাতার কর্মসূচি বলেই দাবি তাঁদের। শুধু সোমবার নয়, রবিবার, ১০ মার্চ ৯ টি লোকসভায় সন্দেশখালি নিয়ে সভা করবে সিপিআইএম। তার মধ্যে যাদবপুর, রায়গঞ্জ, মুর্শিদাবাদের মতো লোকসভা থাকতে পারে বলে খবর।