কাজ করতে ভুল হলে গঠনমূলক সমালোচনা করুন, বিরোধীদের বার্তা মমতার

‘আপনাদের কাজ হলে, আপনারা আমার কাছে আসবেন। কাজ করতে ভুল হলে গঠনমূলক সমালোচনা করুন।’ এদিন বিধানসভায় বিরোধী কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও বলেন,‘বিরোধী দলকে বলব, আপনাদের কাজ হলে, আপনারা আমার কাছে আসবেন। কাজ করতে ভুল হলে গঠনমূলক সমালোচনা করুন। প্রয়োজনে আমার কাছে আসুন। মঙ্গলাহাট নিয়ে অনেকে রাজনীতি করছে। নবান্ন আমরা জোর করে কাড়িনি। এর সাথে রাজনীতি নেই। হাট প্রাইভেট জমি। সরকারি জমি নয়। মুখ্যসচিব ডেকে পাঠিয়েছেন। প্রয়োজন হলে আমরা ওখানে বিল্ডিং করব। অধিগ্রহণ করে ব্যবস্থা নেব। ৫ লাখের ঋণ আমরা দেব।’

বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওকেও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাই আপনি আমাকে চিঠি লিখে জানান আপনার এলাকায় কী চাই। আমি পজিটিভ কাজে বিশ্বাস করি। আমি যদিও সবটা জানিনা। তবে আপনার চিঠি আসলে আমি নিশ্চিত চেষ্টা করব।’

এদিন বিধানসভায় সামনে এল বাংলায় আরও একটি বিমানবন্দর তৈরির কথাও। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদহে বিমানবন্দর তৈরির গতি প্রকৃতি জানতে চাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোচবিহার, বালুরঘাটের কাজ ইতিমধ্যেই শেষ। আর হাসিমারাতেও রাজ্য সরকারের একটি বিমানবন্দর তৈরির ভাবনা চিন্তা রয়েছে তাঁর। পাশাপাশি মালদা, অন্ডালে কার্গো এয়ারপোর্ট তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে বলেও এদিন জানান মমতা। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, সিভিল এভিয়েশন অর্থাৎ কেন্দ্রে অসমারিক পরিবহন মন্ত্রক জোট দ্রুত ছাড়পত্র দেবে, রাজ্যের পরিবহন ব্যবস্থা ততই দ্রুত উন্নত হবে। এছাড়াও এদিন বিধানসভায় উপস্থিত বিধায়কদের কাছে তিনি অনুরোধ করেন যাতে তাঁরাও কেন্দ্রের কাছে অনুরোধ করে এই ছাড়পত্র দেওয়ার জন্য। সেই সঙ্গে তিনি আরও  জানান, প্রায়শই ভয়ানক কিছু বিমান দুর্ঘটনার উদাহরণ উঠে আসে।  আকাশে কার কী ভাগ্যে আছে, সেটা কেউ বলতে পারে না। তবে এটা স্পষ্ট যে, রাজ্যের বিমান পরিষেবা নিয়ে আরও তৎপর মমতা-সরকার।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গি আবার ট্রেন্ড। গতবার কম হয়েছিল। কোনও বছর কম বা বেশি হয়। আমরা জোর দিয়েছি। কিন্তু পঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি। তারা কাজ করতে পারছে না। ফলে সমস্যা হচ্ছে। নিজের নিজের এলাকায় নজর রাখুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =