সিএসটিসি কর্মীদের অবসরকালীন আর্থিক বকেয়া  মেটাতে হবে ৪ মাসের মধ্যে, নির্দেশ আদালতের

ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরকালীন আর্থিক বকেয়া মেটাতে আগামী চার মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে  রাজ্যের পরিবহণ ও অর্থ দপ্তর। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। এই মামলায় রাজ্যের অর্থসচিব, সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং সিএসটিসির এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করেছিল আদালত। এই রুল জারি হওয়ার পর শুক্রবার আদালতে হাজিরাও দেন তাঁরা।

এদিকে আদালত সূত্রে খবর, বিচারপতি মুখোপাধ্যায় রাজ্যের অর্থসচিব, সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টর এবং সিএসটিসির এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যানের  উদ্দেশে বলেন, ‘আমার নিজস্ব কোনও ইগো চরিতার্থ করতে আপনাদের ডাকিনি। প্রভিডেন্ট ফান্ড নিয়ে তদন্তের জন্য এই রুল জারি করা হয়েছে। কর্মীদের মাসিক বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য। অথচ প্রয়োজনে সিএসটিসি কর্মীরা তাঁদের বকেয়া টাকা পাচ্ছেন না। কারও মেয়ের বিয়ে রয়েছে। আবার অনেকের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমি তিনচারবার সুযোগ দিয়েছি। তাতে কাজ না হওয়ায় আপনাদের এখন ডেকেছি। কর্মীরা যেন কোনও ভাবেই বঞ্চিত না হন।

এদিকে রাজ্যের তরফে আগেই দাবি করা হয়েছিল, বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। এদিন শুনানির সময় সেই একই কথা ফের জানান রাজ্যের আইনজীবী। তিনি বলেন, ‘রাজ্যের টাকা প্রথমে বোর্ড এবং তার পরে কর্মীরা পান। আমরা ট্রাস্টে দিতে পারি না। তা দেবে পরিবহণ দপ্তর। রাজ্য ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছে। এরপর পরিবহণ দপ্তর কী করেছে, তা জানা নেই।এরই প্রেক্ষিতে বিচারপতি রাজ্যের আইনজীবীকে  জানান, টাকা পেয়েছেন ১৮ জন। এখনও ১৫০ আবেদনকারীর টাকা বাকি।

উল্লেখ্য, সিএসটিসির কর্মীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। কর্মীদের বেতন থেকে একটি অংশ কেটে সেখানে রাখা হয়। অবসরের পরে সিএসটিসি কর্মীরা এর সুবিধা পান। কিন্তু সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অভিযোগ, অবসরের পরে তাঁরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। এই মর্মে গত বছরে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =