সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছেবলে জানাচ্ছেন চিকিৎসকেরা। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত নিতে পারেন, তাঁর ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কি না। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে বুদ্ধবাবুর ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে। ডাকলে বুদ্ধবাবু তাকাচ্ছেন। ইরাশার হ্যা বা না বোঝানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রাইস টিউবে খাবার দেওয়া হচ্ছে। ক্রিয়েটিনিনের মাত্রাও কমেছে।