ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে বাংলায়

Featured Video Play Icon

ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে বাংলায়। উপকূলের জেলার সঙ্গে কলকাতাকেও তছনছ করার পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাোয়া দফতকরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এদিন মাঝরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। কলকাতায় ৯০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।সঙ্গে এও জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। রবিবার তা আরও শক্তি বাড়িয়ে স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে দুর্যোগের পূর্বাভাস টানা চারদিন।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে

 

রবিবার

কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ৯০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

 

পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চরম ভারী বৃষ্টির পূর্বাভাস

 

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস

 

পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি, সর্বোচ্চ ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

সোমবার

নদিয়া, মুর্শিদাবাদে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস

 

নদিয়া, মুর্শিদাবাদে সর্বোচ্চ ৮০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ৭০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে সর্বোচ্চ ৭০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি, সর্বোচ্চ ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে

 

মালদহ, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

মালদহ, দুই দিনাজপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে

 

কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস

 

মঙ্গলবার

কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস

 

দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

উত্তরের সব জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে

 

বুধবার

কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =