কাকদ্বীপের জোড়া খুনের তদন্তে গঠিত সিট থেকে অব্যাহতি চাইলেন দময়ন্তী

সাত বছর আগে একটি জোড়া খুনের অভিযোগ। সেই ঘটনার তদন্তে গঠিত সিট থেকে এবার অব্যাহতি চাইলেন আইপিএস দময়ন্তী সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে শুক্রবার এই আবেদন করেন তিনি। তাঁর বক্তব্য, নানা রোগে তিনি আক্রান্ত। ফলে একদিকে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি তাঁর মানসিক চাপ নেওয়া বারণ। এই অবস্থায় তাঁকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে ওই আবেদনে।

আদালত সূত্রে খবর, ২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়। ২০১৮ সালের ওই খুনের মামলায় নাম জড়ায় একাধিক তৃণমূল নেতার। সেই মামলায় পুলিশের তদন্তে বিস্তর ত্রুটি উঠে আসে বিচারে।

সেই ঘটনায় ২০২৩ সালের জানুয়ারিতে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সিট গঠনের নির্দেশ দেয়। এবং সিটের নেতৃত্ব দেবেন দময়ন্তী সেন। এই আইপিএস অফিসারকেই সিটের বাকি অফিসারদের বেছে নিতে নির্দেশ দেন বিচারপতি।

রাজ্য সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। এরপর চলতি বছরের ২০ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। এর মাঝে মৃত দম্পতির ছেলে নতুন করে আরও একটি মামলা দায়ের করেন। এবার এই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিচারপতি মান্থার এজলাসে আবেদন জানান দময়ন্তী সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =