এই নিয়ে তিনবার, ফের কলেজে স্নাতকস্তরে ভর্তির সেন্ট্রালাইজড এডমিশান পোর্টালে আবেদনের সময়সীমা ফের বাড়ানো হল। বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।বিশ্ববিদ্যালয় গুলিতে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠাল উচ্চ শিক্ষা দফতর।
সরকারের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, জুলাইয়ের ১৫ তারিখই স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা ১০ দিন বাড়ানোর কথা। জানানো হয়েছিল, ২৫ জুলাই পর্যন্ত অভিন্ন পোর্টালের মাধ্যমে আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের ৪১ দিনের মাথায় ১৮ জুন থেকে শুরু হয়েছিল সেন্ট্রালাইজ অ্যাডমিশন। প্রথম পর্যায়ের প্রথম পর্যায়ে পোর্টালে আবেদন এবং রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল ১ জুলাই। তা বৃদ্ধি করে করা হয় ১৫ জুলাই। দ্বিতীয়বার আরও ১০ দিনের সময়সীমা বৃদ্ধি করা হয় উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। এবার তৃতীয়বার বাড়ল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদনের সময়সীমা। প্রথম বর্ষের ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করল উচ্চশিক্ষা দফতর।