সপ্তম দফার ভোট হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর আগেই বঙ্গে লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল সম্পর্কে ঘোষণা করতেদেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যুব নেতা তথা তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে।
বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে এক বিরাট দাবি করেন দেবাংশু। স্পষ্ট জানান, বাংলায় বিজেপি এবং তৃণমূলের দখলে যেতে পারে কটি করে আসন। আর এই প্রসঙ্গে দেবাংশু এও লেখেন, ‘পিকে-কে ভুলে যান, আমাকে বাংলার ভবিষ্যৎ বলতে দিন। ২০১৯ সালে তৃণমূল পেয়েছিল ২২ এবং বিজেপি পেয়েছিল ১৮। ২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা ২৩ থেকে শুরু হবে এবং বিজেপির আসন সংখ্যা ১৭ থেকে কমতে শুরু করবে। কোথায় গিয়ে থামবে দু’পক্ষের মধ্যে তা বলা যাচ্ছে না। সুতরাং আমি যদি আরও স্পষ্ট করে বলি, তৃণমূল ন্যূনতম আসন পাবে ২৩ এবং বিজেপির সর্বাধিক আসন ১৭।’