ডেঙ্গু প্রাণ কাড়ল দক্ষিণ দমদমের তরুণীর

ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর। মৃত তরুণীর নাম সমাপ্তি মল্লিক। বছর কুড়ির সমাপ্তির বাড়ি দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগের বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সমাপ্তি। পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে।  এরপরেই তার ডেঙ্গুর চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। এরপর শনিবার রাতে হঠাৎ-ই অবস্থার অবনতি হতেই আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সমাপ্তিকে। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয় তাঁর।

একের পর এক মৃত্যুর ঘটনায় পুজোর আগে ভয় ধরাচ্ছে ডেঙ্গু৷  রাজ্যের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে ৷ আর তাতেই আতঙ্কিত আমজনতা। পরিসংখ্যান বলছে, সমাপ্তির মৃত্যুতে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। যার ফলে ভয়ঙ্কর আতঙ্কিত এলাকার মানুষজন।

এদিকে শুধু ডেঙ্গ নয়, বর্ষাকাল এলেই প্রকোফ বাড়ছে ম্যালেরিয়ারও। পাশাপাশি নানা ধরনের রোগও বাড়ে। কারণ, বিভিন্ন জায়গায় জল ও ময়লা জমে থাকার জন্যই ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =