শহরে ফের অগ্নিকাণ্ড।মঙ্গলবার সন্ধেয় ইএম বাইপাসের ধারে কালিকাপুরের ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।চলে আগুন নেভানোর কাজ।এদিকে স্থানীয় সূত্রে খবর, বিকেল পাঁচটা থেকে সোয়া পাঁচটার মধ্যে একটি ঝুপড়িতে আগুন লাগে।মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি তিনটি বাড়িতে।ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ভয়ংকর আকার ধারন করে। এদিকে এলাকায় রয়েছে ঘন জনবসতি।ফলে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে প্রথমেই চেষ্টা চলে আগুন অ্যারেস্টের।তবে কী থেকে আগুন তা স্পষ্ট ভাবে বলতে পারেননি দমকলের আধিকারিকেরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
এই প্রসঙ্গে এক দমকল আধিকারিক জানান, কী থেকে আগুন লেগেছে তা এখনই বলা মুশকিল।তবে কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।তবে আগুন নিয়ন্ত্রণে।পকেট ফায়ারগুলোয় এদিন সন্ধেতেই চলে আগুন নেভানোর কাজ।গ্যাস জ্বালাতে গিয়ে বা কোনও ফুলকি থেকে নাকি শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা।লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি।আগুনেক তীব্রতা এতটাই ছিল যে তাপাশের বহুতলেও তা অনুভূত হয়।