রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলীপের

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঁশিয়ারির বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে এ জল্পনাও তৈরি হচ্ছে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন কি না তা নিয়েও। কারণ, দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি রাজনীতি ছাড়ার জন্য তৈরি। এরপরই শুক্রবার এরই রেশ ধরে দিলীপ ঘোষ এও জানান, তিনি এভাবে থাকতে পারবেন না। তাঁর জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। তিনি আরও জানিয়েছেন, অন্য কারও মতো প্রাক্তন পরিচয় নিয়ে তিনি কাজ করতে পারবেন না। যতক্ষণ দলে রয়েছেন, ততক্ষণ কাজ করে গেলেও একটা সময় পরে তো সিদ্ধান্ত নিতে হয়। রাজনীতি ছাড়াও সমাজে তাঁর অনেক কাজ রয়েছে।

এই প্রসঙ্গেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এও জানান,’আরও কি্ছু দিন অপেক্ষা করব। দলের পক্ষে কিছু জানানো হয় কি না তার অপেক্ষায় রয়েছি। তবে কাজ করে যাচ্ছি। আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে অপেক্ষার তো একটা সীমা থাকে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, যাঁদের বলা দরকার, তাঁদের বলে দিয়েছি। আমি এভাবে কাজ করতে পারব না। আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি। না হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায়। বসে থাকতে পারব না। এখন দলে কেন্দ্রীয় নেতৃত্বে রদবদলের সম্ভাবনা। রাজ্যেও কিছু পরিবর্তন হতে পারে। তা দেখার পরেই সিদ্ধান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 19 =