শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা করবেন দুর্গাপুরে। এরই মধ্যে সবথেকে বড় যে আলোচনার ইস্যু ছিল তা হল দিলীপ ঘোষ এই সভায় আসছেন কি না তা নিয়ে। প্রাথমিকভাবে তাঁর যাওয়ার কথাই শোনা যাচ্ছিল। দিলীপের সক্রিয় ভূমিকা সম্পর্কে নতুন করে চর্চা শুরু হয়েছিল। তবে, শেষ মুহূর্তে জানা যায় দিলীপ যাচ্ছেন না মোদির সভায়। এরপরও এসেছে নয়া আরও এক খবর। আর তা হল প্রধানমন্ত্রী যেদিন বাংলায় আসছেন, সেদিনই দিল্লি চলে যাচ্ছেন দিলীপ ঘোষ! এমনটাই বললেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়ে মোদীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের প্রসঙ্গে সুকান্ত জানান, ‘উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে শুক্রবার দিল্লি যাচ্ছেন। আপনারা দেখতে পাবেন।’ এর বেশি কোনও কথা বলতে চাননি তিনি।
এদিকে কিছুদিন আগেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরেছেন। আবার কী এমন প্রয়োজন পড়ল যে হঠাৎ ফের যেতে হচ্ছে তাঁকে সে প্রশ্নই ঘোাফেরা করছে বঙ্গ রাজনীতিতে। তবে এটাও ঠিক সুকান্ত বা শুভেন্দু বিজেপিতে ক্ষমতাশালী হয়ে ওঠার পর থেকেই কিছুটা হলেও ব্রাত্য
দিলীপ ঘোষ। তবে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষকে নতুন করে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। এমনই এক প্রেক্ষিতে বঙ্গে আসছেন মোদি। করবেন সভাও। ফলে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, দিলীপ ঘোষ এই সভায় আদৌ থাকবেন কি না তা নিয়ে। প্রসঙ্গত, গত কয়েক বছরে মোদি বাংলায় যত সভা করেছেন, তার বেশির ভাগেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবারও আমন্ত্রণ পাননি তিনি। সাংবাদিকদের জানিয়েছিলেন, আমন্ত্রণ না পেলেও দর্শকাসনে বসে মোদির কথা শুনবেন তিনি। তবে সুকান্তর বক্তব্য অনুযায়ী সেটাও এবার হচ্ছে না। আর তাতে সিলমোহর দিয়েছেন দিলীপ ঘোষ স্বয়ং।