বিচারপতি অমৃতা সিনহার সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে নথি বিকৃতির অভিযোগে উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশের উপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এদিন বিচারপতি সিনহার সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে আদালত। এদিকে এই মামলায় আদালত এদিন এক সদস্যের কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে -র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছে রিপোর্ট পেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
এই মামলায় এদিন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের পর্যবেক্ষণ, সিবিআই তদন্তের মত উপাদান এই মামলায় নেই। সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের দুই বাম প্রার্থী কাশ্মীরা বিবি এবং অনুজা বিবি আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ ছিল, মনোনয়নের সঙ্গে জমা দেওয়া জাতিগত শংসাপত্রের নথি বিকৃতি করা হয়েছে। সেই নথি বিকৃত করে তাঁদের মনোনয়ন খারিজ করা হয়েছে। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ওই দুই বামপ্রার্থী। শুনানির পর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন, রাজ্যের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাজ্য সরকারের কোনও এজেন্সিকে তদন্তভার দেওয়া হচ্ছে না।