বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর সহবাসের পর থেকে বাড়ি থেকে মহিলাকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয় গড়িয়াহাট থেকে। পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। মহিলার অভিযোগ, গড়িয়াহাট এলাকার ওই ডাক্তারের বাড়িতে গত চার বছরের বেশি সময় থাকতেন তিনি।
এই অভিযোগের ওপর ভিত্তি করে শনিবার সকালে অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অভিযোগ, ওই ডাক্তার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার ধর্ষণ করে ওই মহিলাকে। অভিযোগ, জুন মাসে ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অভিযোগকারিণী পেশায় একজন রিসেপশনিস্ট। কেন তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তা স্পষ্ট নয়।