আরজি কর আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন চিকিৎসক আশিস পাণ্ডে

আরজি কর আর্থিক দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চাইলেন জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে। আদালত সূত্রে খবর, মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে এমনই আর্জি জানান তিনি।

আদালত সূত্রে খবর, মঙ্গলবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে আরজি কর আর্থিক দুর্নীতির মামলার চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি ছিল। তাতে আশিসের তরফের আইনজীবী মামলা থেকে মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করেন। এর পাশাপাশি আশিসের তরফে আইনজীবী আনন্দ গঙ্গোপাধ্যায় নিজের মক্কেল আশিসকে নির্দোষ দাবি করেন। তারপর মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এছাড়াও মঙ্গলবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান এবং জুনিয়র চিকিৎসক আশিস পাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বাকি চার অভিযুক্ত আগেই নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।‌ সিবিআইয়ের আইনজীবীদের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে লিখিত নথি পেশ করা হয়।এই মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল।

প্রসঙ্গত, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আশিসকে গ্রেফতার করেছিল সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ হিসাবেও পরিচিত তিনি। আরজি কর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই ‘উত্তরবঙ্গ লবি’র প্রসঙ্গ উঠে আসতে শুরু করে। তখনও নাম উঠে আসে এই আশিসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =