আরজি কর কাণ্ডে অন্যতম প্রতিবাদী মুখ ডাঃ সুবর্ণকে বদলি দার্জিলিংয়ে

আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে। এর আগে বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি সিএমওএইচ-২ পদে কর্মরত ছিলেন সুবর্ণ। এরই মাঝে আরজি কর হাসপাতলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন মাথাচাড়া দেয়, তাতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। আর সেই কারণেই তাঁর এই বদলি নিয়ে শুরু জল্পনার।

এদিকে এই বদলি প্রসঙ্গে ডাঃ সুবর্ণ গোস্বামী জানান, প্রতিহিংসার কারণেই এই বদলি। একইসঙ্গে তিনি এও জানান, একই র‌্যাঙ্কে তাঁকে পঞ্চমবার বদলি করা হয়েছে। যেখানে বদলি করা হয়েছে সেখানে কোন‌ও কাজ নেই। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ওই হাসপাতালে রোগী ভর্তিই হয় না।

এ দিন, সুবর্ণ এই বদলি প্রসঙ্গে এও জানান, ‘আমি আলিপুরদুয়ারের পর দার্জিলিংয়ে ছিলাম। সেখান থেকে পূর্ব বর্ধমান এসেছি। তারপর ফের দার্জিলিং ফেরত পাঠানো হচ্ছে। আর যে পোস্টে পাঠানো হচ্ছে সেটি আমার লোয়ার র‌্যাঙ্কের পোস্ট। আমার র‌্যাঙ্কের উপযোগী পোস্ট নয়। আর এটা আমার র‌্যাঙ্কের পঞ্চম বদলি। অথচ শাসক ঘনিষ্ঠরা বছরের পর বছর একই জেলাতে আছেন।’ সুবর্ণ গোস্বামী এদিন তাঁর বদলি প্রসঙ্গে এও বলেন, ‘সরকারি চিকিৎসক হিসাবে আমার অন্য কোথাও যেতে আপত্তি নেই। যে পূর্ব বর্ধমানে আমি রয়েছি সেখানে যথেষ্ঠ ভাল কাজ হচ্ছে। তারপরও আমায় থেকে লোয়ার র‌্যাঙ্ক করে, যে হাসপাতালে রোগী ভর্তি থাকে না সেখানে বদলি করা হয়েছে। বসিয়ে রাখার জন্যই এটা করেছে। আক্রমণ করার জন্যই করা হয়েছে। তবে আমি এটা সংগঠনের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা করার করব।’

বস্তুত, তিলোত্তমার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা যে সময় পথে নেমেছিলেন, সেই সময় আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সুবর্ণ। বহুবার শাসকদলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। আরজি কর আন্দোলন নিয়ে সোচ্চারও হন তিনি। তৃণমূল নেতা কুণাল ঘোষ, যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখেও পড়তে হয়েছিল। লালবাজারও সমন করেছিল এই চিকিৎসককে। তবে বদলির এই নির্দেশ নিয়ে সুবর্ণ এদিন এও জানান, এইসব বদলি দিয়ে কণ্ঠরোধ হবে না। লড়াই জারি থাকবে। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। তিলোত্তমা আন্দোলনের পর যাঁরা সামনের সারিতে ছিলেন, তাঁদের টার্গেট করা হচ্ছে বলেই দাবি করেন চিকিৎসক সুবর্ণ। পাশাপাশি তাঁর সংযোজন, ইতিপূর্বে লালবাজারে সমন করা থেকে শুরু করে একাধিক ভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে। আর এই পদক্ষেপের ফলে বিচারের দাবিতে ওঠা স্বর দমিয়ে দেওয়া যাবে না। এই লড়াই, আন্দোলন জারি থাকবে। যদিও স্বাস্থ্যভবন প্রতিহিংসার অভিযোগ মানছে না। তাদের দাবি, এটা রুটিন বদলি। প্রশাসনিক পদে ছিলেন সুবর্ণ। জনস্বাস্থ্যের স্বার্থকে সামনে রেখেই তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিং টিবি হাসপাতালে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eight =