কুয়াশায় বিমান অবতরণ বা উড়ানকে সাবলীলতা আনতে দমদম বিমানবন্দরে এবার অত্যাধুনিক প্রযুক্তি। শীতকালে বা শীতের আগে কিংবা পরে সাধারণত কলকাতার আকাশ মুখ ঢাকে ঘন কুয়াশার চাদরে। ফলে বিমান অবতরণে দেখা দেয় সমস্যা। এই কুয়াশার জেরে অনেক সময়ই বিমান চলাচল বন্ধ রাখতে হয়। এবার তাই কলকাতার আকাশ বুঝতে নয়া সিস্টেম আনা হল। অটোমেটেড ওয়েদার অবজারভিং সিস্টেম নামে এই নয়া সিস্টেম কাজ শুরু করল শুক্রবার থেকেই। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে দুটো রানওয়ের পাশে মোট ৬টি এই অটোমেটেড ওয়েদার অবজারভিং সিস্টেম কাজ করবে।
এই নতুন সিস্টেম বাতাসের তাপমাত্রা, বাতাসের গতি, আপেক্ষিক আদ্রর্তা, রানওয়ের দৃশ্যমান্যতা ও মেঘের উচ্চতা সহ সবকিছু পরিমাপ করবে। এছাড়াও প্রতি আধ ঘন্টা অন্তর রিয়েল টাইম ডেটা ফিড মিলবে এই যন্ত্র থেকে।
ফলে আবহাওয়ার কারণে বিমান চলাচল সমস্যা দূর হবে বলেই মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও এই যন্ত্রের ফলে যাত্রীদের বিমান চলাচলের রিপোর্ট দিতে পারবে এয়ারলাইন্স সংস্থাগুলো। কলকাতা বিমানবন্দরে ক্যাট-৩বি ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আছে। এর ফলে নূন্যতম ৫০মিটার দৃশ্যমান্যতায় বিমান চলাচল করতে সক্ষম।