তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দমদম! বিধায়ক অনুগামীদের মারধরের অভিযোগ কাউন্সিলর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। পাল্টা কাউন্সিলরের বাড়ি ঘেরাও বিধায়ক অনুগামীদের। ডঃ শান্তনু সেন ও কাকলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ কিছু তৃণমূল কর্মী–সমর্থক। থানায় অভিযোগ দাযের করেন শান্তনু সেন।
ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ। ৬ নম্বর দমদম রোডে স্থানীয় বিধায়ক অতীন ঘোষের ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে। আঙুল ওঠে স্থানীয় কাউন্সিলর কাকলি সেন এবং তাঁর স্বামী ডঃ শান্তনু সেনের বিরুদ্ধে। হামলা, মারধরের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, এক বৃদ্ধাকে চড়ও মারেন কাউন্সিলর কাকলি সেন।এরপরই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অতীন ঘোষের অনুগামীরা। বাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর কাকলি সেন ও তাঁর স্বামী শান্তনু সেন। তাঁরা সেই সময় সিঁথি থানায় উপস্থিত ছিলেন। সেখানেই বিধায়ক অতীন ঘোষের অনুগামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সিঁথি থানায় মারধরের অভিযোগ দায়ের করেন কাউন্সিলর কাকলি সেন।অবশেষে বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর কাউন্সিলরের বাড়ির সামনে থেকে বিক্ষোভ সরে যায়। এই প্রসঙ্গে শান্তনু সেন বলেন, টআমার যা বলার, আমি লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে গিয়েছি।’
এদিকে, অতীন ঘোষের অনুগামীরা হুঁশিয়ারির সুরে জানান, পুলিশ যদি কাকলি সেন, শান্তনু সেন এবং যারা মহিলাদের মারধর করেছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় তাহলে, বৃহস্পতিবার সিঁথি থানায় বিধায়ক অতীন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ প্রদৰ্শন করা হবে।