ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে, জানাল পুলিশ প্রশাসন

ফুটবল প্রেমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে। কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজন করার অনুমতি দিল। এর আগে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। তাই এমন বিতর্কের আবহে আর ডুরান্ডের বাকি ম্যাচগুলি বাতিলের পথে হাঁটল না পশ্চিমবঙ্গ পুলিশ।

প্রসঙ্গত, নিরাপত্তার স্বার্থে গত রবিবার ডার্বি বাতিল করেছিল রাজ্য প্রশাসন। কারণ, গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের সমর্থকদের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এরপরই জানানো হয় যে, কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতার গোটাটাই সরিয়েও নেওয়া হয়েছে। এর পর যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানায়, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এর পাশাপাশি আরজি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেই দাবিতেও একযোগে বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =