ইডি-র নজরে দুর্গাপুর পুরসভা

দুর্গাপুর : নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে নেমে এবার ইডির নজরে দুর্গাপুর পুরসভা। সূত্রে খবর, দুর্গাপুর পুরসভায় নিয়োগ সংক্রান্ত তথ্য চাওযা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। তবে ইডির তথ্য চেয়ে পাঠানো রীতিমতো শোরগোল পড়েছে দুর্গাপুর পুরসভার অন্দরে।

সূত্র মারফত এও জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে ২০২৩ এর ১ জুন পর্যন্ত দুর্গাপুর পুরসভায় কত নিয়োগ হয়েছে, সেই তথ্য জানতে চেয়েছে ইডি। ইউডিএমএ – এর কাছে সেই তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তারপরেই ইউডিএমএ-র তরফে দুর্গাপুর পুরসভার নিয়োগ সংক্রান্ত তালিকা চেয়ে পাঠানো হয়। সূত্রে খবর, এই তালিকায় ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনায় দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান পুরপ্রশাসক অনিন্দিতা মুখোপাধ্য়ায় জানান, ‘পুরসভায় ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যতগুলি নিয়োগ হয়েছে, তার তালিকা পুরসভার কাছে ছিল। সেই সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যেভাবে অন্যান্য পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে, তেমন কোনও অভিযোগ নেই দুর্গাপুর পুরসভার ক্ষেত্রে।‘  সহজ ভাবে বলতে গেলে, দুর্গাপুর পুরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনও রকম দুর্নীতি হয়নি বলে দাবি করেন পুরপ্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =