এসএসকেএম সহ একাধিক শিক্ষাঙ্গন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এল ই-মেল

খাস কলকাতায় বোমাতঙ্ক। হুমকি দিয়ে এল ই-মেল। যেখানে হুমকি দেওয়া হয়েছে এসএসকেএম-সহ রাজ্যের একাধিক শিক্ষাঙ্গনে বোমা রাখার। এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক শিক্ষাঙ্গনও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি আরও একটি বিশ্ববিদ্যালয়। পুলিশ সূত্রে খবর, ইমেলে জানানো হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে। পাশাপাশি সারা দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই ইমেলে। ফলে এই হুমকি ই-মেলের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় প্রশাসনে।

এদিকে সূত্রে খবর, এই হুমকি মেল আসার পরই এসএসকেএম কর্তৃপক্ষ দ্বারস্থ হয় কলকাতা পুলিশের। হাসপাতালে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করেছে। খোঁজার চেষ্টা করছেন আদৌ এই ধরনের কোনও বিস্ফোরক হাসপাতালে রাখা হয়েছে কি না। হাসপাতাল চত্বরে বোম্ব স্কোয়াড পৌঁছায় বিস্ফোরক নিষ্ক্রিয় করতেও। এর পাশাপাশি ভবানীপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত হন হাসপাতালে। এদিকে যেখান থেকে হুমকি মেল এসেছে তার আইপি অ্যাডড্রেস-এর খোঁজে নেমেছ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। আর  কেনই বা এই হুমকি চিঠি পাঠানো হল তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =