শুক্রবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর (গ্রিন লাইন)-এর কাজ পরিদর্শন করেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এই পরিদর্শনের সময় মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার এবং কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব সহ মেট্রো রেল এবং কেএমআরসিএল-এর অন্যান্য পদস্থ আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন।
কলকাতা মেট্রো সূত্রে খবর, এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে পরিদর্শন শুরু করেন। তিনি হুগলি নদীর নিচে মহাকরণ মেট্রো স্টেশন পর্যন্ত একটি মেট্রোয় ভ্রমণ করেন। হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সমস্ত আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি এই স্টেশনগুলির ভেন্টিলেশন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে কলকাতা মেট্রোর শীর্ষ কর্তা কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত বকেয়া কাজ শেষ করার জন্য সকলকে পরামর্শ দেন।