পশ্চিমবঙ্গের কিছু জেলায় ২০-২২ মার্চ ২০২৫ তারিখের মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সঙ্গে এও জানানো হয়েছে বঙ্গোপসাগর থেকে নিম্ন শ্রেণির ট্রোপোস্ফেরিক স্তরে শক্তিশালী আর্দ্রতার আগমন এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের কিছু অংশে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাতাসও বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। আর এই পূর্বাভাসেই কপালে ভাঁজ পূর্ব রেলের ক্রতাদের। আর এই আসন্ন কালবৈশাখী ঝড়ের কারণে রণে শিয়ালদহ ডিভিশনের ট্রেন চলাচলে যাতে কোনও বিপত্তি সৃষ্টি না হয় তার জন্য শিয়ালদহ ডিভিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। যার মধ্যে রয়েছে,
ওভারহেড ইকুইপমেন্টঃ শক্তিশালী ঝড় থেকে ওভারহেড তার, ইনসুলেটর এবং ফিটিংসের সুরক্ষার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সিগন্যাল সিস্টেমের পরীক্ষাঃ সিগন্যাল সিস্টেমের তার, রিলে রুম এবং বজ্র প্রতিরক্ষা সিস্টেম নিয়মিতভাবে পরীক্ষা করা হবে যাতে কোনও ত্রুটি না থাকে।
ট্র্যাক ও ব্যালাস্ট রক্ষণাবেক্ষণঃ রেলপথের পাশে সঠিক ড্রেনেজ ব্যবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জলাবদ্ধতা ও ট্র্যাক ধসে পড়া প্রতিরোধ করা যায়।
রেলপথে গাছের শাখা ছাঁটাইঃ দুর্বল বা অতিরিক্ত ঝুলে থাকা শাখাগুলি কেটে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে এগুলি ওভারহেড ইকুইপমেন্ট এবং ট্র্যাকের ওপর না পড়ে।
সংকেত ও টেলিকম সিস্টেমের জন্য বজ্র প্রতিরক্ষাঃ সংকেত ব্যর্থতা প্রতিরোধে গ্রাউন্ডিং এবং সার্জ প্রটেকশন ডিভাইসগুলি কার্যকর থাকবে এবং এগুলি যে কোন পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে।
ব্যাকআপ শক্তির ব্যবস্থাঃ সকল স্টেশন এবং কন্ট্রোল রুমে বিদ্যুৎ বিপর্যয়ের ক্ষেত্রে জেনারেটর ব্যাকআপ থাকা নিশ্চিত করা হবে।
গতি সীমাবদ্ধতাঃ শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে ইএমইউ ট্রেনের গতির সীমাবদ্ধতা আরোপ করা হবে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।
ক্রু সতর্কতাঃ সকল লোকোমোটিভ ক্রু এবং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সুরক্ষা ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
এর পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে এও জানানো হয়েছে যে, যাত্রীরা স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাবেন।
*আবহাওয়া পূর্বাভাসঃ শিয়ালদহ ডিভিশন আবহাওয়া পূর্বাভাসের ওপর নজর রাখবে এবং ঝড় পরিস্থিতির ভিত্তিতে বিপর্যয় ব্যবস্থাপনা দল মোতায়েন করবে।
এর পাশাপাশি ডিআরএম/শিয়ালদহ দীপক নিগম, সকল অফিসার ও কর্মীদের নির্দেশ দেন যেন তাঁরা সর্বদা সর্বোচ্চ প্রস্তুত থাকেন এবং ডিভিশনের মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন।