ব্যস্ত জীবনে সুস্থ থাকতে খান ‘ওয়ান-পট শ্রিম্প পাস্তা’

ব্যস্ত জীবনে রান্না করার সময় মেলা ভার। আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না।পুষ্টি আর স্বাদ দুদিক বজায় রাখতে ‘ওয়ান-পট শ্রিম্প পাস্তা’-র মতো ডিশ হয় না। অফিসের লাঞ্চের জন্য, ঘরোয়া অনুষ্ঠানের মেন্যুতে কিংবা প্রতিদিনের গতে বাঁধা খাবার থেকে মুখের স্বাদ পরিবর্তনে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিশটি।

 

ওয়ান-পট শ্রিম্প পাস্তা তৈরির প্রণালী

উপকরণ

১. সেদ্ধ করে পানি ঝরানো পাস্তা- ২৫০ গ্রাম

২. বাগদা চিংড়ি- ১ কাপ

৩. রসুন কুচি- ৩ কোয়া (মিহি করা)

৪. সয়া সস- ১ চা চামচ

৫. সেদ্ধ করা ব্রকলি- ১ কাপ

৬. সেদ্ধ করা মটরশুঁটি- ১/২ কাপ

৭. সেদ্ধ করা বরবটি- ১/২ কাপ

৮. বেসিল- ২/৩টি

৯. টমেটো- ১টি

১০. গোলমরিচ গুঁড়ো- ১চা চামচ

১১. লবণ- স্বাদ অনুযায়ী

১২. লেবুর রস- ১ চা চামচ

১৩. বাটার– ২ চা চামচ

১৪. পারমেজান চিজ- ১০০ গ্রাম

১৫. কাঁচা লঙ্কা ফালি- ৩-৫টি

১৬. চিলি ফ্লেক্স- সামান্য

 

প্রস্তুত প্রণালী

১) প্রথমে খোসা ছাড়ানো চিংড়িগুলো লবণ, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখুন।

২) অন্যদিকে বার্নার জালিয়ে কড়াইয়ে বাটার দিয়ে দিন, বাটার গলে গেলে প্রথমে রসুন কুচি ও বেসিল দিতে হবে।

৩) এরপর মেরিনেট করা শ্রিম্প দিয়ে ভেঁজে নিন। একে একে কাঁচা লঙ্কার ফালি, টমেটো কুঁচি, সেদ্ধ করা ব্রকলি, বরবটি ও মটরশুটি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

৪) বার্নারের আঁচ কমিয়ে সেদ্ধ করে রাখা পাস্তা, সামান্য লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো লবণ ও সয়া সস দিয়ে নাড়তে থাকুন। যেহেতু সয়া সসে লবণ থাকে, আবার চিংড়ি মেরিনেট করার সময়ও লবণ দেওয়া হয়েছিল, তাই লবণের ব্যাপারে একটু সতর্ক থাকবেন।

৫) সবশেষে পারমেজান চিজ ও চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো, কত সহজে ভেজিটেবল আর চিংড়ি দিয়ে হেলদি ও টেস্টি ওয়ান-ডিশ পাস্তা বানিয়ে নেওয়া যায়। এই ডিশে একই সাথে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনস পেয়ে যাচ্ছেন। অনেক মায়েরা বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য নতুন নতুন রেসিপি খোঁজেন। তাদের জন্যও এটি কিন্তু একদম পারফেক্ট। তাহলে আজই বাসায় বানিয়ে ফেলুন ওয়ান-পট শ্রিম্প পাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =