আজাদের হাত ধরে ভারতে ছড়িয়ে পড়েছে আইএসআই চর, আশঙ্কা ইডির

আজাদ মল্লিকের মাধ‌্যমে কতজন আইএসআই চরের অনুপ্রবেশ ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে, এবার তারই সন্ধানে কেন্দ্রীয় গোয়েন্দারা। পাকিস্তানি আজাদের সঙ্গে আইএসআইয়ের যোগের ব‌্যাপারে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এরপরই খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, বাংলায় পাক স্লিপার সেল আজাদেরহাত ধরে তৈরি হচ্ছিল কি না তা নিয়ে।
প্রসঙ্গত,ভুয়ো পাসপোর্ট মামলায় আজাদ মল্লিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে গোয়েন্দারা জানতে পারেন আজাদ বাংলাদেশি। কিন্তু আজাদ মল্লিকের উত্তর ২৪ পরগনার বিরাটির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স। এরপর ইডির আধিকারিকরা আরও তদন্ত করে নিশ্চিত হন আজাদ হোসেন নামে ওই পাক ড্রাইভিং লাইসেন্সটি যে আসলে আজাদ মল্লিকেরই। এরপর শুরু হয় নতুন করে জেরা। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে, পাক চর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে আজাদের। আর সেই কারণেই আজাদ যাদের ভুয়া পাসপোর্ট তৈরি করেছে,গোয়েন্দারা তাদের নামের তালিকাও তৈরি করছেন।
এদিকে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত অন্তত দু’শো জনের ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে তারই ভিত্তিতে জাল পাসপোর্ট বানায় আজাদ। এই সংখ্যাটি ৫০০-এ গিয়ে দাঁড়াতে পারে বলে। সঙ্গে ইডির তরফ থেকে এও জানানো হয়েছে, যাদের জন‌্য জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তানিরাও যে ছিল, সেই তথ‌্যও এসেছে গোয়েন্দাদের কাছে। বাংলাদেশ অথবা নেপাল হয়ে পাকিস্তানিরা অনুপ্রবেশ করার পর তাদেরকে রক্ষ করে আরও তথ্য জোগানের কাজ করে আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের চক্র। ওই পাকিস্তানিদের মধ্যে আইএসআই এজেন্টরাও ছিল বলে ধারণা গোয়েন্দাদের। আজাদ মল্লিকের সঙ্গে সরাসরি যোগ ছিল তার পাকিস্তানের হ‌্যান্ডলারের। ওই হ‌্যান্ডলারের মাধ‌্যমে আজাদ নির্দেশ পায়, ওই পাক চরদের সঙ্গে যোগাযোগ রাখতে। সেইমতো বিভিন্ন জেলার গোপন ডেরায় আজাদ তাদের থাকার ব‌্যবস্থা করত। এ ছাড়াও ওই পাক চরদের জন‌্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার ব‌্যবস্থা করে আজাদ। ওই ভুয়ো পরিচয়পত্রের ভিত্তিতে বানানো হয় জাল পাসপোর্ট।  এই প্রসঙ্গেই গোয়েন্দাদের আশঙ্কা, জাল পাসপোর্ট নিয়ে আইএসআইয়ের এজেন্টরা ভারতীয় বলে পরিচয় দিয়ে বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়েছে। কতজন পাক চর এভাবে আজাদ মল্লিকের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের পরিচয় গোপন করে দেশে ছড়িয়ে রয়েছে,এবার তার সন্ধানে  গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 8 =