রোজ ভ্যালি মামলায় আদালতে প্রশ্নের মুখে ইডি

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির সম্পত্তি নিয়ে কী করে ব্যবসা হচ্ছে, সে ব্যাপারে ইডির কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। ইডির তরফ থেকে এই রিপোর্ট আদালতে জমা দেওয়ার পর অসন্তুষ্ট হাইকোর্ট। সেই রিপোর্ট ফিরিয়ে দিয়ে ইডিকে আদালত স্পষ্ট ভাষায় জানায়, ‘খুব স্পষ্ট করে আদালতের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আর এক বার সুযোগ দেওয়া হলো।’

এই প্রসঙ্গে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য, ইডি জবাব দিক, কীকরেবাইরেরএকটিগ্রুপকেএইব্যবসায়যুক্তকরাহলো।একইসঙ্গে এ প্রশ্নও করা হয়, বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটি কী করে হাইকোর্টের নির্দেশে বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর বদলে তা নিয়ে ব্যবসা করল তা নিয়ে।

এখানেই শেষ নয়, ইডির কাছে হাইকোর্টের আরও প্রশ্ন, হাইকোর্ট নিযুক্ত একটি কমিটি কী করে অডিট ছাড়া চলছে তা নিয়েও। এই কমিটিতে ইডির প্রতিনিধি থাকা সত্ত্বেও কী করে তা নিয়েও তৈরি হয়েছে বড় এক প্রশ্নচিহ্ন। এই আবহে কেন্দ্রীয় সরকারের গত ১২ এপ্রিলের একটি প্রেস নোটও বিতর্ক আরও উসকে দিয়েছে। প্রেস নোট ও ছবি দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বার্তা, রোজ় ভ্যালির বাজেয়াপ্ত ৫১৫ কোটি ৩১ লক্ষ টাকা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের হাতে তুলে দেন।সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ইডির অধিকর্তা রাহুল নবীনও। যে শেঠ কমিটি নিয়ে গত কয়েক বছর ধরে হাইকোর্ট প্রশ্ন তুলছে, অনৈতিক কাজের অভিযোগ আসছে, সেখানে কেন্দ্রীয় সরকার কী করে ইডির বাজেয়াপ্ত করা টাকা কমিটির হাতে তুলে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতারিত আমানতকারীরাও।ওই প্রেস নোট সামনে এনে রোজ় ভ্যালির প্রতারিতদের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যে কমিটির নেতৃত্বকে ডেকে ইডির অধিকর্তাকে সামনে রেখে টাকা দিয়ে তা প্রচার করছেন, সেই কমিটির বিরুদ্ধে কী ইডিরপক্ষেকোনওরকমনেতিবাচকরিপোর্টদেওয়াআদৌসম্ভব কি না তা নিয়েও।

ফলে হাইকোর্ট ফের তলব করলেও বাস্তবে ইডি কতটা সঠিক জবাব দেবে, তা নিয়ে সন্দিহান আমানতকারীদের আইনজীবীরা। এরই মধ্যে এ দিন বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলা শোনার জন্যে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বদলে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চকে দায়িত্ব দেয় হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =