রেশন দুর্নীতি মামলায় অভিযানে ইডি

সকাল হতে না হতেই রেশন দুর্নীতি মামলায় বড়সড় অভিযানে ইডি। যে ৩ জায়গায় তল্লাশি চলছে তার মধ্যে ২ জন পরিবহণ সংস্থার মালিক রয়েছেন বলে খবর। অন্য একজন আবার সরকার স্বীকৃত এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলেও ইডি সূত্রে খবর।  সঙ্গে এও জানা যাচ্ছে, এই সমবায় সমিতিতে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয়। আর এখানেই বড়সড় গোলযোগ বলে মনে করছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। যে তিনটি জায়গায় হানা দেওয়া হয়েছে সেই তিনটি জায়গাই হওড়ায়।

সূত্রের খবর, ইতিমধ্যেই ইডি জানতে পেরেছে যে কাগজে কলমে সমবায় সমিতি তৈরি করে ভুয়ো চাষীদের থেকে ধান কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই সূত্রেই তল্লাশি। সাতসকালে অভিযান শুরু হতেই শোরগোল শুরু হয়েছে এলাকায়।

জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্ত হলেও বিগত কয়েক মাসে রেশন দুর্নীতির তদন্তে নতুন করে গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরের শেষেই তিন নতুন চাল কল মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তালিকাতেই ছিলেন মিল মালিক হিতেশ ছন্দক। সূত্রের খবর, তাঁকে জেরা করেই তিন পরিবহণ সংস্থার মালিক ও সমিতি পরিচালকের নাম উঠে আসে। তারপরেই অ্যাকশনে নামে ইডি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =