‘হয় আপনারা জায়গা পরিষ্কার করুন, নয়তো আমরা পরিষ্কার করে দেব, রেল আধিকারিকদের বার্তা ডেপুটি মেয়র অতীনের

‘হয় আপনারা জায়গা পরিষ্কার করুন, নয়তো আমরা পরিষ্কার করে দেব। সেক্ষেত্রে আপনাদের বিল ধরাব আমরা। পুরসভার সেই বিল মেটাতে হবে আপনাদের।’ বুধবার রেলের আধিকারিকদের এমনই ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা গেল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে। নবান্নের তরফ থেকে নির্দেশিকা আসার পরই ডেঙ্গু রুখতে তৎপর হয়ে উঠলকলকাতা পুরসভা। সূত্রে খবর, বুধবার ৫৬ নম্বর ওয়ার্ডে রেলের জায়গা পরিদর্শনে যান ডেপুটি মেয়র অতীন ঘোষ। কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গে। সেখানকার অবস্থা পর্যবেক্ষণের পর পুরসভার তরফে তিনটি ৪৯৬-এ  নোটিস ইস্যু করা হয় কলকাতা পুরসভার তরফ থেকে।

এদিকে রাজ্য প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে ডেঙ্গু। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে তেমনি ইঙ্গিত মিলেছে। এতদিন ডেঙ্গু আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে ছিল কলকাতা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। শহরের ডেঙ্গুর এই বাড়বাড়ন্তের কারণ খুঁজতে সম্প্রতি একটি সার্ভে করা হয় কলকাতা পুরসভার তরফ থেকে। তাতে ধরা পড়ে ডেঙ্গির আঁতুর ঘর হয়ে উঠেছে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন আবাসন ও সংস্থাগুলি।এর মধ্যে বড় সমস্যা হল কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং আবাসন নিয়েই। কারণ, রাজ্য সরকারের সংস্থার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া গেলেও কেন্দ্রীয় সরকারের অধীনে হওয়ায় সেই সমস্ত সংস্থাগুলিতে প্রবেশ করতে পারছে না পুরসভার কর্মীরা। সম্প্রতি এই সমস্যাগুলো নিয়েই নবান্নে তড়িঘড়ি ছুটির দিনে স্বাস্থ্য সচিবকে নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এছাড়া রাজ্যের ডিএমরা। সেই বৈঠকের পর রাজ্যের পুরসভাগুলির উদ্দেশ্যে যে নির্দেশিকা জারি হয় তাতে বলা হয়েছে, যে সব কেন্দ্রীয় সরকারি আবাসন অথবা অফিসের ক্ষেত্রে পরিচ্ছন্নতার দিক থেকে সমস্যা হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে পুরসভা। দিতে পারে চিঠিও নবান্নের এই নির্দেশিকা পাওয়ার পরই বুধবার ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা রোডে রেলের একটি জায়গায় পরিদর্শনের যান ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। কারণ রেলের ওই জায়গাটি নিয়ে বহুদিন ধরেই অপরিচ্ছন্নতার অভিযোগ আসছিল বলে পুরসভা সূত্রে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 3 =