বাগুইআটিতে শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাহত দাদা

কলকাতা শহর দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে কি না বা তিলোত্তমা এখন ঠিক কতটা নিরাপদ তরুণী এবং মহিলাদের জন্য তা নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিল বাগুইআটির এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা। সোমবার ভরসন্ধেয় বাগুইআটিতে যুবতীর শ্লীলতাহানি করতে গেলে তার প্রতিবাদ করায় দাদাকে ছুরি মারল অভিযুক্ত। এই ঘটনায় বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযুক্তকে এখনও গ্রেপ্তার না করলেও তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রে খবর, বাগুইআটি থেকে রাজারহাটে নিজের বাড়িতে ফিরছিলেন তরুণী। জানা গিয়েছে, বাগুইআটিতে ভিআইপি রোডের কাছে গলির মধ্যে এক যুবক তাঁকে উদ্দেশ্য করে কুকথা বলতে শুরু করেন। এমনকী, শ্লীলতাহানিও করা হয়। কোনওরকমে সেখান থেকে মান বাঁচিয়ে পালান তরুণী। বাড়িতে গিয়ে দাদাকে জানান পুরো ঘটনা। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ধাওয়া করেন। কিন্তু তাঁকে এড়িয়ে জোড়া মন্দির হয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

পরদিন সকালে কাজ সেরে ফেরার সময় অভিযুক্তকে ফের দেখতে পান তরুণীর দাদা। সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলতে যান তিনি। সেই সময় তরুণীর দাদাকে লক্ষ্য করে ছুরি চালায় অভিযুক্ত। যুবকের হাতে লাগে ছুরি। এরপরই স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর বুধবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী ও তাঁর দাদা। অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলেও তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =