এবার রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সূত্রের খবর, শুক্রবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি পাঠান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
এই চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেকটি জেলায় ও প্রত্যেকটি বিধানসভায় বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার। এ ব্যাপারে প্রত্যেকটি রাজনৈতিক দল কত জন করে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট নিয়োগ করছেন তার সংখ্যাও জানাতে বলা হয়েছে এই চিঠিতে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন চলাকালীন কোনও অস্বাভাবিকতা থাকলে যাতে সহজেই তা নজরে আসে সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রত্যেকটি রাজনৈতিক দলকে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে এই চিঠি দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
চিঠি প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ‘আমরা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই চিঠি দিচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে। অনুরোধ করব যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে এই উত্তর আমাদের দেয়।’