ই-মেল ঘিরে বোমাতঙ্ক দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে

সোমবার সাতসকালে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজারের কাছে আসে এক হুমকি মেল। যেখানে বলা হয় বিমানবন্দরে নাকি তিনটি বোমা রাখা রয়েছে।  এদিন সকালে সাড়ে ৯টা নাগাদ এমন ইমেল আসতেই শুরু হয় সিআইএসএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি। এর পাশাপাশি বিমানবন্দরে নিযুক্ত চিপ এরর স্পেস সেফটি অফিস, এয়ার প্যাসেঞ্জার ডিউটি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার বিগ্রেড ও কাস্টমস এরপরই এক বৈঠকে বসে। এর পাশাপাশি এনএসসিবিআই বিমানবন্দর থানাকেও গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয় দমদম বিমানবন্দরের তরফ থেকে। এরপর পুলিশ তদন্তে নামে। এই ধরনের মেল কোথা থেকে আসল বা কারা আছে এর নেপথ্যে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়।

এদিকে এ খবরও আসে শুধুমাত্র দমদম আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই নয়, এমন ইমেল দেশের আরও একাধিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশে এফআইআর দায়ের করেছে। এদিকে দমদম বিমানবন্দর সূত্রে খবর, কিছুদিন আগেই এই একই ঘটনা ঘটে। একটি ইমেল ঘিরে বিমানবন্দরে চাপানউতোর শুরু হয়। সিআইএসএফও তৎপর হয়। চারদিনের মধ্যে আবারও একই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষও খুব গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =