৫০-এ পা দিল ইমামি

বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর পঞ্চাশে পা দিল ‘ইমামি গ্রুপ’। ইমামি গ্রুপটি পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় ৭০ এর দশকের মাঝামাঝি। যার পুরোভাগে ছিলেন  আর এস আগারওয়াল এবং আর এস গোয়েঙ্কা দ্বারা। এদিনের এই অনুষ্ঠানে ইমামি গ্রুপের তরফ থেকে একটি লোগো উন্মোচন করে। নাম ‘মেকিং লাইভস হ্যাপিয়ার’। শুধু তাই নয়, ৫০ বছর পূর্তি উপলক্ষে ইমামি গ্রুপ কলকাতার হিডকো ইকোপার্কে প্রতিষ্ঠা করল ‘দ্য আর্থ কিপার’ শিরোনামের একটি ভাস্কর্যও। চালু করেছে। প্রখ্যাত শিল্পী এবং ভাস্কর জগন্নাথ পান্ডা দ্বারা তৈরি ব্রোঞ্জের এই প্রতীকে জোর দেওয়া হয়েছে পরিবেশ ভাবনার ওপরেই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রখ্যাত শিল্পী ও ভাস্কর জগন্নাথ পান্ডা, জে পি ইমামি গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা আর এস গোয়েঙ্কা, ইমামি গ্রুপের পরিচালক আদিত্য বর্ধন আগরওয়াল, সংস্থার ভাইস চেয়ারম্যান মোহন গোয়েঙ্কা, এবং ইমামি গ্রুপের সিইও রিচা আগারওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =