প্রয়াত বিশিষ্ট চিত্রসাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। চিত্র সাংবাদিকের প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিখ্যাত চিত্রসাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। আমাদের সময়ের অত্যন্ত পরিচিত এবং গুণী চিত্রসাংবাদিক ছিলেন তিনি। তাঁর ছবি এবং কভারেজ খুব পছন্দ করতাম।’ তারাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাজরার মোড়ের সেই ঘটনার কথাও উল্লেখ করেন মমতা। বলেন, ‘তিনিই একমাত্র চিত্রগ্রাহক ছিলেন, যিনি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের সেই ছবি তুলেছিলেন যখন সিপিএমের গুন্ডারা আমার উপর অত্যাচার করে প্রায় মেরে ফেলছিল। সেই সময় আমি বিরোধী দলনেত্রী ছিলাম।’
এই প্রসঙ্গে বলতেই হয়, ১৯৪৬ সালে কলকাতায় জন্ম তারাপদ বন্দ্যোপাধ্যায়ের। ছোট থেকেই ক্যামেরা নিয়ে তাঁর আগ্রহ ছিল। পরে সেটি নিয়েই রুজিরোজগার মাধ্যমই শুধু হয়ে ওঠেনি তাঁকে এক বিরাট উচ্চতাতেও পৌঁছে দিয়েছে।তারাপদ বন্দ্যোপাধ্যায় শুধু যে চিত্রসাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন এমনটা নয়। আলোকচিত্রী হিসেবেই সমান খ্যাতি অর্জন করেন তিনি। সত্যজিৎ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তারাপদ, তাঁর ব্যক্তিগত চিত্রগ্রাহকও ছিলেন তিনি। পাশাপাশি একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে তাঁর তোলা ছবি ছাপা হয়েছে যা আজও বিখ্যাত।