ইডি-র হাতে গ্রেফতার প্রসন্ন

সিবিআই-এর হেফাজত থেকে মুক্তি পেলেও, এবার ইডির খপ্পরে পড়লেন প্রসন্ন। ইডি সূত্রে খবর, শিক্ষা দুর্নীতি মামলায় ফের গ্রেফতার প্রসন্ন রায়। এবার ইডি-র হতে গ্রেফতার। সোমবার  দিনভর ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ বা মধ্যসত্ত্বভোগী হিসেবে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। গত নভেম্বরে, গ্রুপ সি এবং গ্রুপ ডি – নিয়োগ দুর্নীতির দুই মামলাতেই প্রসন্ন রায়কে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁকে জামিন দিলেও, শীর্ষ আদালত জানিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্ত যেমন চলছে, তেমনই চলবে। এরপর প্রসন্নর বাড়ি এবং কার্যালয়ে তল্লাশি চালায় ইডি। এদিন তাঁকে জেরা করার জন্য ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। ইডি সূত্রে জানা  জেরায় তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় সোমবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

এদিকে ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রসন্ন রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, জীবনকৃষ্ণ সাহা-সহ শিক্ষা দফতরের বহু কর্তাব্যক্তির কাছের লোক ছিলেন তিনি। এর আগে সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছিল, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তারা এই প্রসন্ন রায়ের হাতেই টাকা তুলে দিয়েছে। আর এই অর্থই দুর্নীতির রাঘব বোয়ালদের কাছে পৌঁছে দিতেন প্রসন্ন। তবে সোমবার তাঁকে ঠিক কি কারণে বা কোন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সে ব্য়াপারে ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =