এজবাস্টন টেস্টের প্রথম একাদশের নাম ঘোষণা ইংল্যান্ডের। দলে ফিরলেও প্রথম একাদশে জায়গা হল না জোফ্রা আর্চারের।
বুধবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সোমবার ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়। প্রথম টেস্টে খেলা দলে কোনও পরিবর্তন করেননি বেন স্টোকসরা। মনে রাখতেই হবে, বেন স্টোকসের নেতৃত্বাধীন দল সিরিজে ১–০ এগিয়ে রয়েছে। হেডিংলিতে জিতেছিল তারাই। তাই উইনিং কম্বিনেশনে কোনও বদল করা হয়নি।
প্রসঙ্গত, আঙুলের চোট সারিয়ে আর্চার চার বছর পর ফের টেস্ট দলে সুযোগ পেয়েছেন। কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর। কারণ, জশ টং, ব্রাইডন কার্স এবং ক্রিস ওকসের উপরেই ভরসা রাখছে ইংল্যান্ড। ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে অবশ্য আগেই জানানো হয়েছে, পারিবারিক জরুরি অবস্থার কারণে আর্চার এখনও দলের সঙ্গে যোগ দেননি।
ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।