মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরও কাজে যোগ দিলেন না চাকরিহারা শিক্ষকরা। তাঁদের স্পষ্ট দাবি, ‘ভলেন্টিয়ার টিচার হয়ে সার্ভিস নয়। যোগ্য পদেই চাকরি করব।’ যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে জানানো হয়, ‘আমরা যোগ্য হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পেয়েছিলাম। সেখান থেকে আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষক করা হচ্ছে। আমরা যোগ্য হয়েও আমাদের চাকরি বাতিল হয়েছে। এর প্রধান কারণ রাজ্য সরকারের দুর্নীতি।’
একইসঙ্গে তাঁরা এও জানান, এই পদে যোগ দিলে, আমরা মূল আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। বঞ্চিত শিক্ষকদের সংগঠনের আহ্বাহক মেহবুব মণ্ডল বলেন, ‘মুকুট ছাড়া যেরকম রাজা হয় না। সেরকমই আমি আমার যোগ্যতা বলেছি পদে চাকরি পেয়েছিলাম সেখান থেকে ভলেন্টিয়ার টিচার পদে কেন কাজ করব? যা আমার জন্য অপমানের।’
শুধু কলকাতায় নয় আইনি লড়াইয়ের সঙ্গে সঙ্গে জেলা ভিত্তিক বিভিন্ন আন্দোলন আমরা গ্রহণ করতে চলেছি। যোগ্য চাকরিহারাদের দাবি রিভিউ পিটিশনে যাওয়ার আগে মিরর ইমেজ ওএমআর যেন প্রকাশ করে সরকার। একইসঙ্গে যোগ্য-অযোগ্যদের তালিকাও প্রকাশ করতে হবে সরকারকে।