সরকারি-বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মচারি না হলেও মিলবে গৃহ ঋণ

হোম লোনের নিয়মে আসছে বড় বদল। সরকারি-বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মচারি না হলেও মিলবে গৃহ ঋণ। যাঁরা প্রচুর পরিমাণে ডিজিটাল লেনদেন করেন, আগামী দিনে সহজেই লোন পাবেন তাঁরা। কারণ, ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে হোম লোনের নতুন স্কিম আনতে চলেছে সরকার। যা কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

উল্লেখ্য, সম্প্রতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) সঙ্গে জড়িতদের ঋণ দিতে একটি বিশেষ মডেল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, হোম লোনের ক্ষেত্রেও একই রকমের পদ্ধতি অবলম্বনের রয়েছে পরিকল্পনা। বিষয়টি নিয়ে বাজেট উত্তর পর্যাযে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। অর্থমন্ত্রী জানান, ‘আমরা যে মডেল অনুসরণ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের ঋণ দিচ্ছি, সেই একই নিয়ম মেনে হোম লোনও দেওয়া হবে। এটা পুরোপুরি নির্ভর করবে ডিজিটাল ফুটপ্রিন্টের উপর। ফলে যাঁদের আর্থিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব নয়, তাঁরাও গৃহ ঋণ পাবেন।’

সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও বলেন, ‘এমএসএমই-র সঙ্গে জড়িতদের আর্থিক মূল্যায়ণ করতে সরকারি ব্যাঙ্কগুলিকে উদ্যোগী হতে হবে। এতে খুলবে তাঁদের লোন পাওয়ার রাস্তা। ডিজিটাল ফুটপ্রিন্টের উপর ভিত্তি করে ঋণ দিতে হবে, এমএসএমই সেক্টরের ব্যালেন্স শিট দেখে নয়। কারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সবাই ব্যালেন্স শিট দেখাতে পারে না। তাই তাঁদের সঙ্গে কর্পোরেট সংস্থার মতো আচরণ করা অনুচিত।’

প্রসঙ্গত, এবার এই একই মডেল গৃহ ঋণের ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রকের পরিষেবা সচিব বিবেক জোশী। তাঁর কথায়, ‘আমরা এটা হাউজিং সেক্টরে চালু করব। বর্তমানে শুধু মাত্র বেতনভোগী ও করদাতাদেরই গৃহ ঋণ দিয়ে থাকে ব্যাঙ্ক। নতুন মডেলে ডিজিটাল ফুটপ্রিন্টের উপর ভিত্তি করে এই ক্যাটেগরির বাইরের বাসিন্দাদের লোন দেওয়া হবে।’ এই প্রসঙ্গে অর্থ মন্ত্রকের পরিষেবা সচিব জানিয়েছে, আগামী ৩ মাসের মধ্য়েই নতুন মডেল তৈরি করা হবে। সেই মতো সরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =