আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠান। আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনই বৈঠকে বসতে চান বলে জানান। তবে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সেই ইমেলের কোনও জবাব পায়নি নবান্ন। তারপরই নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এদিকে সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাছে ফেরার জন্য। কিন্তু, এদিনই স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। কাজে যোগ না দিয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারীরা। ৫টার পরই নবান্নের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হয়। ৬টা ১০ মিনিটে স্বাস্থ্য সচিবের কাছ থেকে ইমেল গিয়েছিল। ১০ জনকে আসার কথা বলা হয়। ১০ জনের বেশি এলেও অসুবিধা ছিল না। কিন্তু, সাড়ে সাতটা পর্যন্ত ইমেলের জবাব আসেনি। সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরোন।